ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিমানের ৪০ বছর: কলকাতায় কেক কাটা হলো

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১২
বিমানের ৪০ বছর: কলকাতায় কেক কাটা হলো

কলকাতা: বিমান বাংলাদেশের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার কলকাতায় কেক কেটে উদযাপন করা হয়েছে।

এদিন কলকাতার পার্কস্ট্রিটে বিমান বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠান শুরু হয়।

এতে উপস্থিত ছিলেন বিমানের রিজিওনাল ম্যানেজার মুহম্মদ আলাউন্দিন, বাংলাদেশ উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এদিন মুহম্মদ আলাউন্দিন বলেন, ১৩ টি নতুন বিমানের  মধ্যে কয়েকটি কলকাতায় দেওয়া হবে। এখন এয়ারবাস ২টি ২২১ আসনের ও ৩টি ১৬৭ আসনের প্রতিদিন কলকাতা ও ঢাকা মধ্যে উড়ান পরিচালিত হচ্ছে।

উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের আরও ভালো করতে হবে। আজকের দিনটিতে এই প্রত্যাশা।

বাংলাদেশ সময়:১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।