ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আগুন, ১০ অফিস ভস্মীভূত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আগুন, ১০ অফিস ভস্মীভূত

নয়াদিল্লি: ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নয়াদিল্লির ইন্দিরাগান্ধী বিমানবন্দরে।

বুধবার মধ্যরাতে বিমানবন্দরের কার্গো বিভাগের দ্বিতীয় তলায় আগুন লাগে।

একটি বিমানসংস্থার অফিসে আগুন লাগার পর তা পাশের আরও বেশ কয়েকটি বিমানসংস্থার অফিস এবং মানব সম্পদ দফতরে ছড়িয়ে পড়ে।

বিমানবন্দরের কর্মীরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দমকলের ৩৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌচ্ছে আগুন আয়ত্তে আনে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি বিমানসংস্থার অফিস পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। ঘটনায় কারও হতাহতের খবর নেই। তবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়:  ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।