ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শচীনের নামে সড়ক আর ধোনিদের মূর্তি

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২
শচীনের নামে সড়ক আর ধোনিদের মূর্তি

কলকাতা: এবার ভারতের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের নামে একটি সড়ক নামকরণ হতে চলেছে, সেই সঙ্গে ভারতের ক্রিকেট অধিনায়ক মহন্দ্রে সিং ধোনিসহ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের মূর্তি নির্মাণ করা হয়েছে।

শচীনের নামে একটি সড়ক  বা পার্কের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে  দিল্লি পৌরসভার কাছে বলে জানিয়েছেন মেয়র রজনি আব্বি।



তিনি বলেছেন, ‘প্রথমে শহরের এক কমিশনারের কাছে প্রায় ১০০জন ক্রিকেটপ্রেমী এমন অনুরোধ পাঠিয়েছিলেন। এরপর একটি এফএম রেডিও চ্যানেলের মধ্যে আমরা প্রায় দুই লাখ শচীন ভক্তের অনুরোধ পাই। তবে কোনো সড়ক বা পার্কের নামাকরণ হয়েছে কোনও ব্যক্তির মৃত্যুর পর এটাই প্রথা। এখন এটা কীভাবে সম্ভব তা নিয়ে ১১ জানুয়ারি সভা ডাকা হয়েছে। ’

মেয়রের এই যুক্তি মানতে নারাজ শচীন-ভক্তরা। তারা বলছেন, জীবিত নেলসন ম্যান্ডেলার নামে যদি হতে পারে তবে শচীন নয় কেন? প্রস্তাব ওঠেছে ঐতিহাসিক চাঁদনি চকের নাম পরিবর্তন করে ‘টেন্ডুলকার চক’ করার। তবে মেয়র এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন।

এদিকে, মুম্বাই পৌরসভার উদ্যোগে ১৯৮৩ ও ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মারক নিয়ে বুধবার শাহজি রাজে স্পোর্টস কমপ্লেক্সে একটি সংগ্রহশালা উদ্বোধন করলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাসকর।

এই সংগ্রহশালায় দুটি বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের মূর্তি, তাদের স্বাক্ষর করা ব্যাট রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, জানুয়ারি, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।