ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছুটির দিনেও আদালত খুলতে চায় পশ্চিমবঙ্গ সরকার

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রতিটি নিম্ন আদালত ছুটির দিনগুলোতেও খোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

আইন মন্ত্রকের তরফে বার কাউন্সিলকে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

বার কাউন্সিলও জমে থাকা মামলার নিষ্পত্তি ঘটানোর জন্য এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

আইন মন্ত্রক সূত্রে জানা গেছে, রাজ্যের প্রতিটি আদালতেই দীর্ঘদিন ধরে জমে থাকছে মামলা। আদালতের অবকাঠামো যেমন সমস্যা তৈরি করছে, তেমনই বিচারক থেকে কর্মীর অভাবও এর জন্য দায়ী।

শুধুমাত্র আলিপুর আদালতেই এই মুহূর্তে জমে রয়েছে প্রায় ৯লাখ মামলা। রাজ্যে সবমিলিয়ে প্রায় ৩০লাখ  মামলা।

এ অবস্থায় জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ছুটির দিনগুলোতেও আদালত চালু রাখার পরিকল্পনা করে রাজ্য সরকার।

অন্যদিকে, আদালতের পরিকাঠামোর উন্নতির জন্যও ইতোমধ্যে বার কাউন্সিলের তরফেও রাজ্য সরকারের কাছে বেশ কিছু দাবি জানানো হয়েছে।

আইনজীবী এবং তাদের সংগঠনগুলো নীতিগতভাবে রাজ্য সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে সমস্যাগুলো দূর করার ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।