ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাঙালি দম্পতির সন্তান ফেরাতে উদ্যোগী নরওয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১২

নয়াদিল্লি: নরওয়েতে বাঙালি দম্পতি অনুরূপ ভট্টাচার্য ও সাগরিকা ভট্টাচার্যের দুই সন্তানকে আটকে রেখেছে একটি এনজিও সংস্থা। ভারতের তরফে এ ব্যাপারে কড়া চিঠি দেওয়ার পর অবশেষে দুটি শিশুকে মুক্ত করার বিষয়ে উদ্যোগ নিয়েছে নরওয়ে সরকার।



বুধবার এবিষয়ে নরওয়ের রাজধানী অসলোতে ভারতীয় দূতাবাসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও হয় নরওয়ে সরকারের প্রতিনিধিদের। শিশুদের দেখেও আসেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। তবে শিশুদের ছাড়ার ব্যাপারে পাঁচটি শর্ত দেওয়া হয়েছে।   বাঙালি দম্পতির সঙ্গে সেই শর্তগুলি নিয়ে আলোচনা চলছে দূতাবাসের আধিকারিকদের।

অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে এবার সরব হয়েছে কলকাতার নাগরিক সমাজও। এই ঘটনার প্রতিবাদে আগামী ৯ জানুয়ারি একটি প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। রবীন্দ্রসদন থেকে শুরু হবে মিছিল। শুধু নরওয়ে নয়, যে কোনও  দেশেই শিশুদের এইভাবে আটকে রাখার প্রতিবাদে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নরওয়েতে সরকারি শিশু সংস্থার অভিযোগ, কেন শিশুদের আলাদা ঘরে রাখা হয়নি? কেন হাত দিয়ে তাদের খাবার খাওয়ানো হয়? অতএব নরওয়ের আইন অনুযায়ী শিশুর অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে দুই সন্তানকেই কেড়ে নেওয়া হয় বাবা-মার থেকে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা ,জানুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।