ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কবি নজরুলকে নিয়ে অযথা বিতর্ক উচিত নয়: বিমান বসু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১২

কলকাতা: কবি নজরুল ইসলামকে নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

শুক্রবার সিপিএমের রাজ্য দফতর কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশের গর্ব।

আর এই নজরুলের সংগ্রহশালা করা নিয়ে অযথা বিতর্কে না জড়ানোই উচিত।

কংগ্রেসের সুরে সুর মিলিয়ে এদিন তিনি ইন্দিরা ভবন ছেড়ে অন্য জায়গায় নজরুল সংগ্রহশালা গড়ে তোলার কথা জানান।

তিনি বলেন, কলকাতায় নজরুল মঞ্চের কাছে লেকের পাশে বেশ খানিকটা ফাঁকা জায়গা পড়ে আছে। সেখানেই নজরুল সংগ্রহশালা গড়ে তোলা যেতে পারে। তাছাড়া চুরুলিয়াতে যেখানে নজরুলের ব্যবহৃত জিনিস রয়েছে সেখানেও সংগ্রহশালা করা যেতে পারে।

ভারতীয় সময়: ১৮৩০ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।