ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইন্দিরা ভবনে নজরুল একাডেমি হলে আপত্তি নেই কবি পরিবারের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১২

কলকাতা:  সল্টলেকের ইন্দিরা ভবন নিয়ে তৃণমুল ও কংগ্রেসকে ঘিরে যে রাজনৈতিক বির্তক চলছে তাতে সায় নেই কবি নজরুলের পরিবারের। ওই ভবনে কবির নামে একাডেমি করা হলে তাদের পরিবারের কোন আপত্তি নেই বলে জানিয়েছেন মিষ্টি কাজী।



বৃহস্পতিবার কবি নজরুলের নাতনি মিষ্টি কাজী মহাকরণে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার এই সিদ্ধান্তের জন্য দেখা করে ধন্যবাদ জানিয়েছেন।

এদিন তিনি সাংবাদিকদের বলেন, এত বির্তক কেন? দাদুকে(কাজী নজরুল ইসলাম) রাজনীতির মধ্যে টেনে আনা ঠিক হচ্ছে না। তিনি তো বাঙালির কবি। বাংলাদেশের কবি। তিনি কোন রাজনৈতিক স্তরে পড়েন না।

তিনি আরও বলেন, ইন্দিরা ভবনের নামটিতো থাকছে। সেখানে নজরুল একাডেমি হলে আপত্তি কীসের? ইন্দিরা গান্ধি চাইতেন দুই বাংলাকে কাছাকাছি আনতে।

বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, গত সরকার তাকে নিয়ে কিছুই করেনি। ক্রিস্টোফার রোডে কবির বাসভবনে আমরা বসবাস করতে চাই।

মিষ্টি কাজির সাথে উপস্থিত রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলেন, ওনারা ওখানেই থাকবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কবির বাসভবনটি সংস্কার করে তাদের ফিরিয়ে দেওয়া হবে।

ভারতীয় সময় : ১৯০০ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।