ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় শুরু হল বিশ্ব কবিতা উৎসব

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১২
কলকাতায় শুরু হল বিশ্ব কবিতা উৎসব

কলকাতা: আন্তর্জাতিক বাঙালি কবিতা উৎসব কমিটির উদ্যোগে শুক্রবার থেকে কলকাতার শিশির মঞ্চে শুরু হল তিনদিনব্যাপী বিশ্ব কবিতা উৎসব।

এদিন বিকাল ৩টায় প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করলেন ভারতের জ্ঞানপিঠ পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ওড়িয়া ভাষার কবি সীতাকান্ত মহাপাত্র।

 

এই সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি সৈয়দ শামসুল হক,  হিন্দি ভাষার কবি গীতেশ শর্মা, আন্তর্জাতিক বাঙালি কবিতা উৎসব কমিটির সভাপতি অধ্যাপক আশিষ স্যানাল, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ রাহা, বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও বিধায়ক পরশ দত্ত।

এই উৎসবে রাশিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, অস্ট্রেলিয়া, মন্টিনেগ্রো, পাকিস্তান, স্পেন, ইসরায়েল, থাইল্যান্ড, চিন, মেসিদোনিয়া, ভিয়েতনাম, আইসল্যান্ড, ইতালি, নেপালসহ ভারতের বিভিন্ন রাজ্যের শতাধিক কবি অংশ নিয়েছেন।

বাংলাদেশ থেকে কবি নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, মুহম্মদ নরুল হুদা, সৈয়দ আল ফারক, আসলাম সানীসহ ১৩ জন কবি অংশ নিয়েছেন।

এই উৎসবের প্রথম দিনে ‘একটি সন্ধ্যা বিদেশি কবিদের সাথে’, দ্বিতীয় দিনে ‘কবিতা কী সাধারণ মানুষে কাজে লাগে’, ও তৃতীয় দিনে ‘আজকের দিনে রবীন্দ্রনাথের প্রয়োজনীয়তা’ শীর্ষক ৩টি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।