ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শেখ হাসিনাকে স্বাগত জানানো হবে লাল গালিচায়

আগরতলাক রেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে লাল গালিচায় সম্মান জানাতে তৈরি হচ্ছে ত্রিপুরা সরকার।

শুক্রবার প্রশাসন সূত্রে জানাগেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢাকা থেকে সরাসরি বিমানে রাজ্যে আসবেন।

এর আগে তার আসার কথা ছিল বিমান কলকাতা হয়ে আগরতলা। নতুন ঠিক হওয়া সূচি আনুযায়ী ঢাকা থেকে সোজা আগরতলাতেই আসবেন শেখ হাসিনা। সেখানে তাকে লাল গালিচায় স্বাগত জানানো হবে।

হাসিনাকে আগরতলায় স্বাগত জানাতে দিল্লি থেকে আসছেন কেন্দ্রের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল।

এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে রাজধানীর আসাম রাইফেলস ময়দানে আয়োজিত নাগরিক সংবর্ধনা। এখানে ২৫ হাজার মানুষের সামনে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু হাসিনার নিরাপত্তায় নিয়োজিত আফিসাররা এই স্থান পরিবর্তন করেছেন নিরাপত্তার কারণ দেখিয়ে।

এখন নাগরিক সংবর্ধনার অনুষ্ঠানটি হবে টাউন হলে।

বৃহস্পতিবারই ঢাকা থেকে রাজ্যে এসেছেন শেখ হাসিনার নিরাপত্তাকর্মীরা। তারা গত দু দিন ধরে অনুষ্ঠান এলাকাগু্লো ঘুরে দেখেছেন।

বাংলাদেশ সময় : ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।