ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় নোয়াখালী সম্মিলনীর বার্ষিক মিলনোৎসব

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গে বসবাসরত অবিভক্ত নোয়াখালী জেলার বাসিন্দারা রোববার কলকাতার রবীন্দ্রনগরের রবীন্দ্রমঞ্চে বার্ষিক মিলনোৎসবে মিলিত হলেন।

এদিন দিনভর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

ছিল নোয়াখালী জেলার রান্না বিফুল আয়োজন। নোয়াখালীর প্রবীণ বাসিন্দা ও এ প্রজন্মের পশ্চিমবঙ্গের নাগরিক যারা মাতৃভূমি সূত্রে নোয়াখালীর এমন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এদিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সাবেক পূর্তমন্ত্রী মতীশ রায়, মহেশতলার বিধায়ক কস্তুরী দাস, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান চারণ চক্রবর্তী, সাবেক বিচারপতি স্মৃতিগোপাল চন্দ, সম্মিলনীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সন্তোষরঞ্জন সাহা প্রমুখ।

আগামী ১৫ জানুয়ারি এ উপলক্ষে বস্ত্রদান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বসবাসরত তৎকালীন পূর্ববাংলার বর্তমানে বাংলাদেশের প্রতিটি জেলার সংগঠনগুলোর মধ্যে এই সংগঠনটি সবচেয়ে প্রাচীন। ১৯০৫ সালে অবিভক্ত ভারতে এই সংগঠনটি গড়ে ওঠে। বর্তমানে  কলকাতায় নিজস্ব ভবনে সংগঠনটির পরিচালনায় একটি দাতব্য চিকিৎসালয় চলে।

বাংলাদেশ সময় : ০২১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।