ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১১ জানুয়ারি পর্যন্ত আখাউড়া স্থলবন্দর বন্ধ

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২
১১ জানুয়ারি পর্যন্ত আখাউড়া স্থলবন্দর বন্ধ

আগরতলা থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগরতলা সফরকে কেন্দ্র করে আগামী ১১ জানুয়ারি বুধবার পর্যন্ত আখাউড়া স্থল বন্দর বন্ধ থাকবে।

১১ জানুয়ারি দুপুরের পর শেখ হাসিনা আগরতলা যাবেন।

  এদিন ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারিও সেখানে যাবেন।

সূত্র জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের রাষ্ট্রপতির আগরতলা সফরকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে এ উপলক্ষে তিন দিন আখাউড়া বন্দর বন্ধ রাখার জন্য ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প দপ্তর ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছিল। এর প্রেক্ষিতে সোমবার থেকে আখাউড়া বন্দর বন্ধ রাখা হয়েছে।
 
তবে মানুষ চলাচলের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। এই তিন দিন শুধু বাণিজ্য ও পণ্য পরিবহন বন্ধ থাকছে।

আখাউড়া স্থলবন্দর দিয়ে সিমেন্ট ও পাথর পরিবহন হয়ে থাকে। এই দুই পণ্যের ট্রাক চেকিংয়ের সময় যানজট তৈরি হয় এ কারণেই বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।