ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমানে তৃণমুলের নেতা সজল ঘোষ খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

কলকাতা: বর্ধমানে জেলায় সোমবার রাতে পূর্বস্থলীর আঞ্চলিক তৃণমূল নেতা সজল ঘোষ হাসপাতালে আহত দুই ছাত্রকে দেখতে এসে খুন হন। পুলিশ এই ঘটনায় ৭ জন সিপিএম কর্মীকে গ্রেফতার করেছে।



স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এদিন রাত সোয়া ১১টায় একদল সন্ত্রাসী মোটরবাইকে করে প্রতাপ নারায়ণ হাসপাতালের প্রবেশপথের কাছে সজল ঘোষকে গুলি করে পালিয়ে যায়।

সোমবার বর্ধমানের পূর্বস্থলীর পারুলিয়া কলেজে ছাত্র সংসদের নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এতে দুই তৃণমূল ছাত্রকর্মী আহত হন। তাদেরই দেখতে এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় ও সজল ঘোষ হাসপাতালে এলে এই ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে পুলিশ সিপিএমের প্রদীপ সাহাকে গ্রেফতার করেছে।

এ ঘটনার পরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বর্ধমানের পুলিশ সুপার হুমায়ূন কবির ঘটনাস্থলে যান।

ভারতীয় সময়: ১২১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।