ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১০০ দিনের কাজের পারিশ্রমিক দিনের দিনই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

কলকাতা: সুব্রত মুখার্জি রাজ্যে পঞ্চায়েতস্তরের প্রকল্প ১০০ দিনের কাজের পারিশ্রমিক দিনের দিন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

পঞ্চায়েতমন্ত্রী পঞ্চায়েতের নতুন ছটি প্রকল্পের কথা ঘোষণা দিয়ে বলেছেন, এবার থেকে ১০০ দিনের কাজের পারিশ্রমিক টাকা বা চেক কাজ শেষে ওই দিনই হাতেহাতে দিয়ে দেওয়া হবে।

এ প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পাঠান হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, একটি পরিবারের ১৮ বছরের বেশি একাধিক সদস্য থাকলে ১০০ দিনের কাজ তাদেরও দেওয়ার ব্যবস্থা করা হবে। পঞ্চায়েতে তিনটি স্তরে ভাল কাজের জন্য পুরস্কৃত এবং খারাপ কাজের জন্য তিরস্কৃত করা হবে। জেলাপ্রশাসককে এ ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিপিএল তালিকা সঠিকভাবে করা হবে। প্রধানমন্ত্রীর সড়ক যোজনার ২ হাজার কোটি রুপি এখনও পড়ে আছে। তা দিয়ে ১হাজার কিলোমিটার সড়ক নির্মান করা হবে।

ইন্দিরা আবাস যোজনায় আরও বাড়ি তৈরি করা হবে। এই যোজনায় রাজ্য সরকারকে ৪৮ দশমিক ৫ শতাংশ রুপি দিতে হবে। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা দুই কিস্তি বাকি আছে তাও দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।