ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

প্রেসিডেন্ট কালার মেডেল পেল ত্রিপুরা পুলিশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  গৌরবজনক প্রেসিডেন্ট কালার মেডেল পেয়েছে ত্রিপুরা পুলিশ। বুধবার রাজ্য পুলিশের ডি জি সঞ্জয় সিংহের হাতে ভারতের রাষ্ট্রপতির সম্মান সূচক পতাকা তুলে দেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি।

কোনও বাহিনীকে দেওয়া দেশের অন্যতম এ সর্বোচ্চ সম্মানের পোশাকি নাম ‘প্রেসিডেন্ট’স কালার’।

পুলিশ মাঠে বুধবার বিকালে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ডি ওয়াই পাতিল,  মুখ্যমন্ত্রী মানিক সরকারও। রাজ্যের প্রাক্তন ডি জি পি’রাও উপস্থিত ছিলেন এদিন পুলিশ মাঠে।

রাজ্য পুলিশের এই সম্মান প্রত্যক্ষ করতে এদিন পুলিশ মাঠ ভরে উঠেছিল রাজধানীর মানুষে।
অনুষ্ঠান শুরুতেই উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারিকে দেওয়া হয় সালাম। ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা প্যারেডে অংশ নেন।
হামিদ আনসারি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের লড়াই আজ সারা দেশের কাছে দৃষ্টান্ত। প্রেসিডেন্ট কালার মেডেলের মধ্য দিয়ে ত্রিপুরা সেই সম্মান পেল।

দেশের স্বাধীনতার পর ত্রিপুরার আগে মাত্র তিনটি রাজ্যের পুলিশ এ সম্মান পেয়েছে। সে হিসাবে গত ৬৫ বছরে ত্রিপুরা চতুর্থ রাজ্য হিসাবে পেতে যাচ্ছে প্রেসিডেন্ট কালার। ত্রিপুরার আগে এই সম্মান পেয়েছে পাঞ্জাব, জম্মু-কাশ্মীর, এবং তামিলনাডু।
মূলত সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবিলা করে শান্তি প্রতিষ্ঠার জন্য এ বিরল সম্মান দেওয়া হয়। এ সম্মান ত্রিপুরা পুলিশের শৌর্য বীর্যের প্রতীক বলে বর্ণনা করেছেন রাজ্য পুলিশের ডি জি সঞ্জয় সিংহ।

রাজ্য পুলিশের এ সম্মান প্রাপ্তিতে খুশি ত্রিপুরার সমগ্র পুলিশ এবং টি এস আর জওয়ানরা।
বুধবার দুপুর দেড়টায় হামিদ আনসারি আগরতলায় এসে পৌঁছান।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ডি ওয়াই পাতিল, মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরা। এখানে তাকে দেওয়া হয় গার্ড অব অনার।
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।