ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা শহরজুড়ে বাজছে বঙ্গবন্ধুর ভাষণ

শামীম খান, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২
আগরতলা শহরজুড়ে বাজছে বঙ্গবন্ধুর ভাষণ

আগরতলা থেকে: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার আগরতলা সফর উপলক্ষে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো শহর।

বুধবার বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা এসে পৌঁছান প্রধানমন্ত্রী।

এরপর বিভিন্ন অনুষ্ঠান-কর্মসূচির পাশাপাশি আগরতলা শহরজুড়ে বাজতে থাকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।  

আগরতলা শহরের প্রাণকেন্দ্র চৌমুহনী চত্ত্বর থেকে বাজানো হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ। জনগণকে ভাষণ শোনানোর জন্য বিভিন্ন রাস্তায় মাইকের সংযোগ দেওয়া হয়েছে।

গোয়া স্থলবন্দরেও আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানি ব্যবসায়ীদের উদ্যোগে ভাষণ বাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘন্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।