ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মানিক সরকারও ভারতকে উদার হতে বললেন

শামীম খান, সিনিয়র করসপন্ডেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

আগরতলা থেকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও ভারতকে আরও উদার হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি ভারত সরকারকে প্রতিবেশী সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান।



প্রজ্ঞাভবনে ভারত-বাংলাদেশ মিট অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যের আগে তিনি এ আহ্বান জানান।

এ সময় মঞ্চে ভারতের কেন্দ্রীয় মানবস্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল উপস্থিত ছিলেন।

মানিক সরকার বলেন, আয়তনে বা জনসংখ্যা কোনও দেশ বড় হোক বা ছোট হোক সেটা কোনও কথা নয়। আমরা সুপ্রতিবেশী চাই। এজন্য একটু যারা বড় তাদের দায়িত্ব দিতে হবে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য বাড়াতে আমাদের দেশের পক্ষ থেকে আরেকটু উদার হতে হবে। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়াতে গিয়ে কিছু সমস্যা হচ্ছে। আমি আমাদের সরকারকে বলবো এই সমস্যাগুলো সমাধানে প্রতিবেশীসুলভ দৃষ্টি-ভঙ্গি নিয়ে এগিয়ে যেতে হবে।

শুধু মুখের কথা নয়, উদ্যোগ থাকা দরকার। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যে চুক্তি ও সমঝোতা হয়েছে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দেশের পক্ষ্য থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে বলে জানান মানিক সরকার।

তিনি জানান, আমাদের দেশের একটি শাক্তি দুই দেশের মধ্যে সু`সম্পর্ক চায় না। বাংলাদেশের মধ্যে এরকম একটি শক্তি আছে। আন্তর্জাতিকভাবেও এরকম শক্তি রয়েছে। তবে এসব শক্তির বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে।

ত্রিপুরার মাটির তলায় যে সম্পদ আছে তা কাজে লাগানোর জন্য বাংলাদেশের সহযোগীতা দরকার।

বাংলাদেশ সময় : ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।