ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শেখ হাসিনার সংবর্ধনায় ৩০ হাজার লোক সমাগমের সম্ভাবনা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২
শেখ হাসিনার সংবর্ধনায় ৩০ হাজার লোক সমাগমের সম্ভাবনা

আগরতলা (ত্রিপুরা): মুজিব কন্যাকে নাগরিক সংবর্ধনা দিতে প্রস্তুত হচ্ছে আগরতলা। শুধু ছকে বাঁধা বা নিয়ম রক্ষার সংবর্ধনাই নয়, বৃহস্পতিবার রাজধানী আগরতলা প্রাণের উষ্ণতায় আর আবেগে সংবর্ধনা জানাতে তৈরি হচ্ছে শেখ হাসিনার জন্য।



বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানো হবে ঐতিহাসিক আসাম রাইফেলস গ্রাউন্ডে। এখানে আগে সভা করেছেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বসুর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। এ মাঠেই ত্রিপুরার মানুষ বৃহস্পতিবার তাদের হৃদয় উজাড় করা ভালবাসার সংবর্ধনা জানাবেন শেখ হাসিনা ওয়াজেদকে।

আগরতলা পুর পরিষদ এই সংবর্ধনার আয়োজন করেছে। এই অনুষ্ঠানে লোক সমাগম ৩০ হাজারের বেশি হবে বলে পুর পরিষদের আধিকারিকরা মনে করছেন।

আগরতলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলি থেকেও লোক আসবেন বলে জানা গেছে। লোক আসার জন্য রাজ্য সরকার বিভিন্ন জায়গায় সরকারি উদ্যোগে গাড়ির ব্যবস্থা করেছে। প্রায় পাঁচশো ছোট বড় গাড়ি ব্যবস্থা করা হয়েছে বলে খবর।

এই সমাবেশস্থলে আসার সময়ও তাকে আভিবাদন জানাবেন রাজধানীর মানুষ। রাস্তার দু’পাশে থাকবে মানুষের ভিড়। যেমন ছিল বুধবার বিমানবন্দর থেকে আগরতলায় আসার পথে উৎসাহী মানুষের বিপুল সমাগম।

বেলা দু’টোয় শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান। রাজ্যপাল ডি ওয়াই পাতিল, মুখ্যমন্ত্রী মানিক সরকার, পুরপিতা প্রফুল্লজিত সিংহ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এখানে শেখ হাসিনার হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানানো হবে। সভায় বক্তব্য রাখবেন তিনি।

এ সভা শেষ করেই বিমানে ঢাকার দিকে যাত্রা করবেন বঙ্গবন্ধু কন্যা।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।