ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্য সরকারের সমালোচনায় সরব কবীর সুমন

কলকাতা ব্যুরো চীফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

কলকাতা: এতদিন তিনি মুখে বলতেন। এবার গান গেয়ে রাজ্যজুড়ে একের পর এক কৃষক আত্মহত্যার ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কবীর সুমন।



তৃণমূলের এ সাংসদ তার নতুন প্রকাশিত গানে মা-মাটি-মানুষের সরকারকে কৃষকদের পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। একদিকে ঋণের দায়ে, অভাবে জর্জরিত হয়ে আত্মঘাতী হচ্ছেন অন্নদাতারা, অন্যদিকে সরকার কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। এ নিয়ে প্রতিবাদের পাশাপাশি গানগুলোতে রয়েছে রাজ্য সরকারের প্রতি তীব্র কটাক্ষ।  

এর আগেও বিভিন্ন সময়, বিভিন্ন পরিস্থিতিতে গানের মাধ্যমে সরব হয়েছেন তিনি। মাওবাদী নেতা কিষেণ জী’র মৃত্যুর পরও তিনি এভাবেই সরব হয়েছিলেন। আবার মাওনেত্রী জাগরী বাক্সের আত্মসমর্পণকে রাজ্য সরকারের নাটক বলে কটাক্ষ করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।