ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দীঘার সমুদ্র সৈকতে সমুদ উৎসবের সূচনা করলেন মমতা

ব্যুরো চিফ, কলকাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২
দীঘার সমুদ্র সৈকতে সমুদ উৎসবের সূচনা করলেন মমতা

কলকাতা: পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘায় সমুদ্র উৎসব উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মুখ্যমন্ত্রী এই উৎসবের উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী মকুল রায় ও জ্যোতিপ্রিয় মল্লিক, মানস ভুঁইঞা, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, ফিরহাদ হাকিমসহ রাজ্যের সাতজন মন্ত্রী, মুখ্যসচিব, চলচিত্র শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন।

৪ দিন ধরে চলা এই উৎসবকে ঘিরে মাতোয়ারা দীঘার স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলেই। ইতিমধ্যেই সমুদ্র উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে দীঘা। বিভিন্ন গেষ্ট হাউস নতুন সাজে সেজে উঠেছে। অনুষ্ঠানস্থলের পাশাপাশি দীঘার সমুদ্র তীরবর্তী অঞ্চল বিভিন্ন রঙের আলোকমালায় রঙিন হয়ে উঠেছে।

অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, দীঘাকেও আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সচেষ্ট সরকার। দিঘা-মান্দারমনি-শঙ্করপুরকে নিয়ে এটি গড়ে তোলা হবে।

এদিকে এদিন সমুদ্র উৎসবের উদ্বোধনের আগেই দীঘার ‘আশিয়ানা গেষ্ট হাউসে’ প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকদের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার উন্নয়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। তাছাড়া স্থানীয় হোটেল ব্যবসায়ীদের সঙ্গেও এদিন বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

দীঘার এই সমুদ্র উৎসবকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ নিয়োগের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও টহলদারি চালাচ্ছে।

উল্লেখ্য, গতকাল ঝাড়গ্রামে যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর দীঘার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। গতকাল সন্ধ্যায় মন্দারমনিতে গিয়ে সেখানকার পর্যটন ব্যবস্থা খতিয়ে দেখেন। সেখানে মন্দারমনিকেও ভালো পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।