ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এবার অপুষ্টিতে মৃত্যু মিছিল বন্ধ চা বাগানে

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২

কলকাতা : বেশ কয়েক বছর আগে সাবেক বামফ্রন্ট সরকারের আমলে আমলাশোলে অনাহারে এক আদিবাসীর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। যুদ্ধাকালীন তৎপরতায় জঙ্গলমহল সহ নানা পিছিয়ে পড়া এলাকায় অধিবাসীদের দুবেলা দুমুঠো খাবার নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প নিয়েছিল তত্কালীন বাম সরকার।

তারপর অনেক দিন অনাহারে মৃত্যুর ঘটনা ঘটেনি রাজ্যে।

রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে জঙ্গলমহলে অর্ধাহার ঘোচাতে উদ্যোগ নিয়েছে। কিন্তু ব্রাত্য রাজ্যের অন্যান্য পিছিয়ে পড়া এলাকা। রাজ্যের উত্তরের জেলা জলপাইগুড়ির আলিপুরদুয়ার মহকুমার ঢেকলাপাড়া চা-বাগানে গত ৬ মাসে ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে অনাহারে, অর্ধাহারে।

২০০৫ সাল থেকে বন্ধ চা-বাগানটি। বাগানের দেড় হাজার স্থায়ী-অস্থায়ী শ্রমিকদের ভাতার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু গত কয়েক মাস ধরে সেই ভাতা নিয়মিত পাচ্ছে না  পরিবারগুলো। ফলে আধপেটা খেয়েই দিন কাটাতে বাধ্য হচ্ছেন শ্রমিক পরিবারের সদস্যরা।  

৭ জনের মৃত্যু ছাড়াও অপুষ্টিজনিত রোগে ভুগছেন আরও ১৫ জন। মৃত্যুর ঘটনা স্বীকার করে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জলপাইগুড়ির জেলা শাসক।

এই খবরটি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পরই নড়েচড়ে বসে প্রশাসন। শনিবার সকালেই ওই চা-বাগানে পৌঁছে গিয়েছে মেডিক্যাল টিম।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোকে চাল ও শুকনো খাবার দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ব্যবস্থা তো কয়েক দিনের জন্য। আগেও শ্রমিকের মৃত্যুর পর চাল বিলি করেছিল প্রশাসন। কিন্তু কিছুদিন চলার পর বন্ধ হয়ে যায় চাল বিলি। ফলে ফের দুর্ভিক্ষের গ্রাসে চলে যায় ঢেকলাপাড়া চা-বাগানের লেবার লাইন।

ভারতীয় সময়: ০২১০ ঘন্টা, জানুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।