ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

গঙ্গাস্নানে গিয়ে ২ নারীর মৃত্যু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২

কলকাতা : হুগলি জেলার উত্তরপাড়ার শিবতলায় রোববার দু’জন নারী গঙ্গায় মকর সংক্রান্তির পুণ্যস্নান করতে গিয়ে তলিয়ে যান। এখনও দু’জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের খোঁজে উদ্ধারকারী দল পানিতে নেমেছে।

এদিন ভোরে শিবতলাঘাটে অনেকের মতো স্নান করতে নামেন রাধা আগরওয়াল ও লক্ষ্মী সাউ। কিছুক্ষণবাদে তাদের খোঁজ না পাওয়ায় বাড়ির লোক কান্নাকাটি শুরু  করে। পরে ওই দুই নারীর লাশ উদ্ধার করে স্থানীয় মানুষ।

পুলিশ এসে লাশ দু’টি ময়নাতদন্তের জন্য উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠান। এরপরই পুলিশ ওই ঘাটে স্নান করা বন্ধ করে দেয়।

বাংলাদেশ সময়:  ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।