ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিষ-মদকাণ্ডে অভিযুক্ত খোঁড়া বাদশার আদালতে আত্মসমর্পণ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২
বিষ-মদকাণ্ডে অভিযুক্ত খোঁড়া বাদশার আদালতে আত্মসমর্পণ

কলকাতা : রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া বিষ-মদকাণ্ডের প্রায় একমাস পরে সোমবার আদালতে আত্মসমর্পণ করলো ঘটনার মূল অভিযুক্ত খোঁড়া বাদশা।

এদিন সকাল পৌনে ১০টায় আদালত খোলার সঙ্গে সঙ্গে একজন আইনজীবীর সঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার ফৌজদারি আদালতে এসে তিনি আত্মসমর্পণ করেন।

এদিনই তাকে আদালতে তোলা হচ্ছে। তদন্তের স্বার্থে তাকে সিআইডি হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট এলাকায় বিষ-মদকাণ্ডে ১৭০ জনের মৃত্যু হয়। এই ঘটনায় খোঁড়া বাদশাকে মূল অভিযুক্ত বলে মনে করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক। তার প্রথম স্ত্রী ও বেশকিছু সঙ্গীকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে খোঁড়া বাদশার খোঁজে তল্লাশি চালায় পুলিশ। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশে পালিয়ে যাওয়ার কথা সন্দেহ করা হলেও প্রাথমিকভাবে জানা গেছে এতদিন তিনি এই রাজ্যেরই বেশ কয়েকটি জেলায় লুকিয়ে ছিলেন। গোপনে আইনজীবীদের সঙ্গে যোগাযোগও রাখছিলেন। শেষপর্যন্ত আজ আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন তিনি।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়ার আশঙ্কায় তিনি আজ আত্মসমর্পণ করতে বাধ্য হন।

এদিকে খোঁড়া বাদশার আত্মসমর্পণের পর ডায়মন্ড হারবার আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।