ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বেতন বৃদ্ধির দাবি: কলকাতায় হাসপাতালের রান্নাঘর কর্মীদের হরতাল

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২

কলকাতা: রাজ্য সরকার নির্ধারিত নূন্যতম মুজুরি এবং হাসপাতালে খাবারের মানের উন্নতির দাবিতে সোমবার প্রতীকি হরতালে সামিল হলেন কলকাতার ৪টি সরকারি হাসপাতালের রান্নাঘরের কর্মীরা। এরফলে হাসপাতালগুলিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

খাবার না পাওয়ার আশঙ্কায় রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এদিন সকালে পিজি, আরজিকর, এনআরএস ও চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজের রান্নাঘরের কর্মীরা একযোগে আন্দোলনে সামিল হন।

তাদের দাবি সরকার, নির্ধারিত দৈনিক মজুরি থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। মাসিক ২ হাজার ৮ শ ৮০ রুপিতে তাদের কাজ করানো হচ্ছে। দীর্ঘদিন ধরে হাসপাতালগুলিতে খাবার সরবরাহের দায়িত্ব প্রাপ্তদের কাছে মজুরি বৃদ্ধির দাবি জানানো হলেও তা মানা হয়নি।

তাছাড়া সরকারের পক্ষ থেকে খাবারের মানের উন্নতির কথা বলা হলে তা ঠিক করা হচ্ছিল না। এরফলে রোগী ও তাদের পরিবারের লোকেরদের কাছে তাদেরকে জবাবদিহি করতে হয়। ফলে আজ তারা ধর্মঘটে সামিল হতে বাধ্য হন।

তবে তাদের পক্ষ থেকে জানানো হয়, এরফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কোন অসুবিধা হবে না। মালিকপক্ষ তাদের সঙ্গে আলোচনায় বসে দাবি মেনে নিলেই আন্দোলন প্রত্যাহার করা হবে। এদিকে এই আন্দোলনকে হাসপাতালের অন্যান্য অস্থায়ী কর্মীরাও সমর্থন জানিয়েছেন।

ভারতীয় সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।