ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনিপুরে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২

কলকাতা: ভারতের উত্তর পূর্বের রাজ্য মণিপুরে বিধানসভা ভোটের আগে সশস্ত্র বাহিনীর হাত থেকে বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবি জানালো সিপিএম।

পলিট ব্যুরোর সদস্য ও সাবেক সাংসদ বৃন্দা কারাত ইম্ফলে এক সাংবাদিক বৈঠকে বলেছেন, `এই কালাকানুন অবিলম্বে প্রত্যাহার হওয়া উচিত।

অতীতে সংসদে বহুবার এই দাবি জানানো হয়েছে। কিন্তু জাতীয় স্তরের দলগুলির অনীহার কারণেই এই কালাকানুন এখনও মণিপুরে রয়ে গেছে। ’

তিনি বলেন, ‘সরকারের দমনমূলক নীতি ও কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি আখেরে কোনো সমস্যার সমাধান করতে পারছে না। বরং সমস্যাকে আরো ঘণীভূত করছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকেই এই কালাকানুন বাতিল করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। ’

উগ্রপন্থা দমনে কি পদক্ষেপ নেওয়া উচিত, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বৃন্দা কারাত বলেন, ‘এই সমস্যার সমাধানের দায়িত্ব কেন্দ্রকেই নিতে হবে। আমরা মনে করি, আলোচনার টেবিলেই সমস্যার সমাধান হতে পারে। ’

কারাত বলেন, ‘ন্যাশনাল হাইওয়ে এই রাজ্যের জীবনরেখা। অথচ সেই সড়কই টানা ১০০দিন অবরুদ্ধ হয়ে রইলো। অর্থনৈতিক অবরোধ চাপিয়ে মণিপুরকে দুর্বল করার চেষ্টা হলো। জিনিসপত্রের দাম এখানে আকাশছোঁয়া। অত্যাবশ্যকীয় পণ্য, পানীয় জল, বিদ্যুতের আকাল লেগেছে মণিপুরে। অথচ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সেই অবরোধ তোলার ব্যাপারে গুরুত্বই দিলো না। আসলে কংগ্রেসের ভ্রান্ত নীতিই একারণে দায়ী। ’

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।