ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সরকারের প্রশংসায় বিরোধী দল

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২
সরকারের প্রশংসায় বিরোধী দল

ঢাকা: বিরোধী দলের জনসভায় সরকারের প্রশংসা, তা কখনো ভাবাই যায় না। তাও আবার বিরোধী দলের সাধারণ সম্পাদকের মুখে! তবে এ ঘটনাটি আমাদের বাংলায় নয়।

ঘটেছে ওপার বাংলায়।

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেন, কলকাতায় এসে খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রশ্নে মমতার ভূমিকা প্রশংসনীয়। কারণ মমতার ভূমিকার ফলেই এবারও খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগ (এফডিআই) আটকে গেছে। যা ইউপিএ-১ এর সময় প্রধানমন্ত্রী মনমোহন সিংহ চাইলেও বামেদের আপত্তিতেই খুচরা ব্যবসায় এফডিআই আটকে গিয়েছিল।

সিপিএমের উত্তর ২৪ পরগনা জেলা সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আনন্দবাজার পত্রিকার খবর।

কারাট তৃণমূল নেত্রী মমতাকে আসল বামপন্থী বলেও উল্লেখ করেন।

কারাট বলেন, আমেরিকাকে সন্তুষ্ট করতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ অনেক দিন ধরেই বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুচরা ব্যবসার দরজা খুলে দেওয়ার চেষ্টা করছেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির ক্ষেত্রে অনেক সময়েই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমিয়ে থাকেন। কিন্তু এবার হঠাৎ জেগে উঠে মমতা খুচরা ব্যবসায় এফডিআই-এ আপত্তি তুলেছেন। ফলে আবাও খুচরা ব্যবসায় এফডিআই আটকে গেল।

কারাট এ কথা বলার সময় মঞ্চে ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য অমিতাভ নন্দী, জেলা কমিটির সদস্য পল্টু দাশগুপ্ত, রমলা চক্রবর্তী, সুব্রত সেন, সোমনাথ ভট্টাচার্য প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।