ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যকে আর্থিক সাহায্য না দেওয়ার অভিযোগ মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

কলকাতা: গত ৭ মাসে কোনো আর্থিক সাহায্য না পেয়ে এবার কেন্দ্রে ইউপিএ সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা জেলার মল্লিকপুরে সরকারি পলিটেকনিক কলেজের ভিত্তিপ্রস্থর স্থাপনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, তারা এখনো কোনো আর্থিক সাহায্য করেনি।

তারপরেও আমি কোনো ‘ব্ল্যাকমেলের’ রাজনীতি করিনি। রাজ্য সরকার ঋণ ডুবে থাকলেও সব বাধা উপেক্ষা করে সাধ্যমতো উন্নয়নের পথে এগিয়ে যাবে।

এদিন সিপিএমর সমলোচনার পাশাপাশি তিনি বলেন, ক্ষমতায় আসার আগে যা প্রতিশ্রুতি দিয়েছিলাম ৭ মাসেই পূরণ করেছি। এবার যা কিছু করবো অতিরিক্ত। তারপরেও সিপিএম নেতারা টিভিতে বসে সরকারের কুৎসা করছে।

তিনি বলেন, আমি এসবে ভয় পাই না। বাম সরকারের করে যাওয়া ২ লাখ ৩০ কোটি রুপি ঋণের দায়ভার নিয়েও এই সরকার মানুষের জন্য উন্নয়নের কাজ করে যাবে।

বিগত বাম সরকারের বিরুদ্ধে ফাইল লোপাটের অভিযোগ করে বলেন, সিপিএম বিভিন্ন কেসের তদন্ত ফাইল উধাও করে দিয়েছে। আর বিভিন্ন সরকারি দফতরের কোটি কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি করে গেছে। এখন তারা চুরি করতে পারছে বলেই ঈর্ষা প্রকাশ করছে।

এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন, বিগত ৭ মাসে সরকার ২ লাখ ৭৫ হাজার কর্মসংস্থান করেছে। আর বেসরকারি ক্ষেত্রে আড়াই লাখ কর্মসংস্থান হয়েছে।

আসন্ন পঞ্চায়েত ভোটে সংখ্যালঘু ভোট অটুট রাখতে তাদের নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা এদিন তিনি বলেন। সেই সঙ্গে তার অভিযোগ, সিপিএম ভোট পেতে রাজ্যের বিভিন্ন স্থানে দাঙ্গা বাধানোর চেষ্ঠা করছে।

বাংলাদেশ সময় : ১১৪৫ ঘণ্টা, ১৮ জানুয়ারি ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।