ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস হামলায় অভিযুক্ত জয়দেব মাহাতো গ্রেফতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

কলকাতা: জ্ঞানেশ্বরী কাণ্ডে অভিযুক্ত জয়দেব মাহাতো জঙ্গলমহলে গ্রেফতার করল যৌথবাহিনী। বুধবার তাকে মেদিনীপুর আদালতে তোলে হবে।



বহুদিন থেকে তাকে পুলিশ খুঁজছিল। সিবিআই তাকে নিজেদের হেফাজতে নিতে চায় জিজ্ঞাসাবাদের সুবিধার জন্য। জ্ঞানেশ্বরী কাণ্ডের মূল অভিযুক্তের মধ্যে তিনিও একজন।

মঙ্গলবার যৌথবাহিনীর কাছে খবর ছিল, জয়দেব মাহাতো তার ইন্দ্রাবনী গ্রামে ফিরবে। সেই মতো তারা অপেক্ষা করে জয়দেব মাহাতোকে গ্রেফতার করে। পুলিশি সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটির(পিসিপিএ) তিনি সদস্য ছিলেন। তাকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২৮ মে ২০১০ সালে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় ১৪৮ জনের মৃত্যু হয়। ২০০ জন আহত হয়। মুম্বাইগামী ১৩টি কোচ লাইনচ্যুত হয়। এরপরে অনেককে গ্রেফতার করা হয়।

বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনার জন্য প্রথমে সিপিএমকে দায়ী করলেও পরে নিজেই ঘোষণা করেন এটা মাওবাদীদের কাজ।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।