ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মালদায় সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

কলকাতা: রাজ্যে ফের শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮ শিশু।



এ নিয়ে একমাসে দ্বিতীয়বারের মতো শিশুমৃত্যু ঘটল মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

চিকিৎসায় গাফিলতির কারণেই একের পর এক শিশুমৃত্যু ঘটছে বলে অভিযোগ করেছে শিশুগুলোর পরিবার। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি বলেও অভিযোগ তাদের।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত শিশুগুলো আগে গ্রামীণ হাসপাতালে ভর্তি ছিল। তাছাড়া তাদের ওজন কম, গ্যাস্ট্রিক এবং শ্বাসকষ্টের মতো উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের সদর হাসপতালাতে স্থানান্তরিত করা হয়েছিল।

উল্লেখ্য, মাসখানেক আগেও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে দশদিনে ৩১ জন শিশুর মৃত্যু হয়েছিল।

বাঙলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।