ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশি নির্যাতন: ৮ বিএসএফ বহিষ্কার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২
বাংলাদেশি নির্যাতন: ৮ বিএসএফ বহিষ্কার

কলকাতা: রাজ্যের মুশির্দাবাদ জেলার রানীনগর থানার কাতলামারি সীমান্তের মোহনগঞ্জ আউটপোস্টে এক বাংলাদেশিকে নির্যাতনের ঘটনায় ৮ জওয়ানকে বহিষ্কার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গরু পাচারকারী ওই বাংলাদেশির ওপর বিএসএফের নির্যতনের মোবাইলে তোলা ভিডিও কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।

এই ঘটনায় তড়িঘড়ি অভিযুক্ত ৮ জওয়ানকে বহিষ্কার করে বিএসএফ।

ভিডিও ফুটেজে দেখা যায়, গরু পাচারকারী বাংলাদেশের নবাবগঞ্জের সেলিম খানকে নগ্ন করে পিছমোড়া করে হাত বেঁধে তার মধ্যে বাঁশ ঢুকিয়ে ব্যাপক মারধর করছেন ৩ বিএসএফ জওয়ান। এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে তার বুকের ওপর একজন জওয়ান বসে পড়েন। আর তার পায়ের তালুতে লাঠি দিয়ে জোরে আঘাত করা হচ্ছে।

চ্যানেলে স্থানীয় মানুষরা অভিযোগ করেছেন, প্রতি গরু পাচার করতে বিএসএফ ১ হাজার রুপি করে নেয়। তা না দিলেই মারধর করে। এই ফুটেজ স্থানীয় কম্পিউটারের দোকানে পাওয়া যাচ্ছে ১০ রুপির বিনিময়ে। গরু পাচারকারীদের ভয় দেখানোর জন্য বিএসএফ এ ফুটেজ বাজারে ছেড়ে দিয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ৮ জওয়ানের নাম বিরেন্দর তিওয়ারি,  ভিক্টর, ধনঞ্জয় কুমার, আনন্দ সিং, অমরজ্যোতি, সঞ্জীব কুমার, সুরেশ চন্দ ও সুনীল কুমার।  

ঘটনার দিনের আউটপোস্টের ডিউটি রেজিস্টার দেখে এদের সনাক্ত করা হয়। এছাড়াও বিএসএফের আধিকারিকরা ঘটনাটির ভিডিও বার বার দেখেন।

বিএসএফের আইজি (দক্ষিণবঙ্গ) রবি কুমার বলেন, প্রাথমিক ভাবে ওই ৮ জওয়ানকে বহিষ্কার করা হয়েছে। দু’জন কমান্ডারের নেতৃত্বে ঘটনাটির তদন্ত হবে।

ভিডিও: এনডিটিভি এর সৌজন্যে

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।