ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেন্দ্রের কাছে বিশেষ প্যাকেজের দাবি জানাল ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : কেন্দ্রের কাছে ত্রিপুরার জন্য বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছে রাজ্য বামফ্রন্ট সরকার। বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে বসেছিল প্রাক বাজেট পর্যালোচনা।

সেখানেই রাজ্যের তরফ থেকে এ দাবি তুলে ধরা হয়।

ত্রয়োদশ অর্থ কমিশনের বঞ্চনার পরিপ্রেক্ষিতে আগামী বাজেটে ত্রিপুরার জন্য বিশেষ ব্যবস্থার দাবি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রী প্রনব মুখার্জরি সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজ্যের অর্থ মন্ত্রীরা উপস্থিত ছিলেন। ত্রিপুরার অর্থ মন্ত্রী বাদল চৌধুরী বিশেষ কারনে ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন নি। সে সভায় তার লিখিত ভাষণ পাঠ করা হয়।

বাদল চৌধুরী তার লিখিত ভাষণে উল্লেখ করেন, ত্রয়োদশ অর্থ কমিশন ত্রিপুরাকে বঞ্চনা করেছে। প্রয়োজনীয় টাকা দেয় নি। প্রায় সাড়ে তের হাজার কোটি টাকা কম দিয়েছে। এর ফলে রাজ্যের কর্মচারীদের বেতন ভাতা দিতে মারাত্মক আসুবিধা হচ্ছে রাজ্য সরকারের। অন্যদিকে দ্রব্যমূল্য বাড়ছে ক্রমাগত।

তিনি তার ভাষণে রাজ্য সরকারের পরিকল্পনার অন্য দিকগুলোও তুলে ধরেন। ত্রিপুরায় যে রাজস্ব ঘটতি রয়েছে সে কথাও স্বীকার করেন বাদল চৌধুরী।

আর্থিক এই সমস্যার হাত থেকে রাজ্যকে বাঁচাতে তিনি বিশেষ প্যাকেজের দাবি করেন।
এর আগেও রাজ্য সরকার কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছিল। কিন্তু তাতে সাড়া দেয় নি কেন্দ্রের সরকার।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।