ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘বাংলাদেশ রোড শো’ শুরু হলো কলকাতায়

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২
‘বাংলাদেশ রোড শো’ শুরু হলো কলকাতায়

কলকাতা: বাংলাদেশের পর্যটনকে বিশ্বদরবারে উপস্থাপনের অংশ হিসেবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ রোড শো’ শুরু হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় এ রোড শো শুরু হয়।



এদিন কলকাতার বাংলাদেশ উপহাইকমিশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রোড শোর আনুষ্ঠানিক ঘোষণা দেন রোড শোর আয়োজক সংস্থা ‘বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভলপমেন্ট’ এর নির্বাহী পরিচালক রেজাউল ইকরাম।

সংবাদ সম্মেলনে বিএফটিডির নির্বাহী পরিচালক জানান, এই রোড শোর মাধ্যমে কলকাতায় বর্ণালী সাজে বাংলাদেশকে তুলে ধরা হচ্ছে। একটি মোবাইল ভ্যান কলকাতা শহর প্রদক্ষিণ করছে, শহরের বিভিন্ন সড়কে মোবাইল ভ্যান ও স্টেজের মাধ্যমে রোড শো চলবে। এতে বাংলাদেশে পর্যটন সৌন্দর্য্ তুলে ধরা হবে, বিতরণ করা হবে বিভিন্ন লিফলেট। এ সময় বাংলাদেশের নানা দর্শনীয় স্থানের ভিডিও প্রদর্শিত হবে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পর্যটনমন্ত্রী ফারুক খানের কন্যা কান্তরা খালেদা খান, বাংলাদেশের বিশিষ্ট মূক অভিনেতা পার্থপ্রতিম মজুমদার, বাংলাদেশ উপহাইকমিশনের প্রথম সচিব কাজি মুস্তাক জহির প্রমুখ।

এই উপলক্ষে শুক্রবার কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের কার্যালয়ে স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে মতবিনিময় করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান এতে উপস্থিত থাকবেন।

সমাপনী দিনে শনিবার কলকাতার হিন্দুস্থান হোটেলে দিনব্যাপী আলোচনা, বিজনেস সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ভারতীয় ৮০ জন ট্যুর অপারেটর, ২০টি পর্যটন প্রতিষ্ঠান অংশ নেবে।

ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী সুলতান আহমেদ, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী অমিত মিত্র, পর্যটনমন্ত্রী রাজপাল সিং, পল্লী উন্নয়নমন্ত্রী সুব্রত মুখার্জি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।