ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে টলিউডের ছবির প্রতিবাদ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

কলকাতার: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) টলিউডের সদ্য মুক্তি পাওয়া দেবের খোকাবাবু সিনেমাটি দেখানোর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হল ছাত্রছাত্রীরা।

বৃহস্পতিবার সিনেমাটির বিশেষ শো দেখতে আসার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির।

কিন্তু ছাত্রছাত্রীদের বক্তব্য কোনও বাণিজ্যিক সিনেমার বিশেষ প্রদর্শন এসআরএফটিআইতে সম্ভব নয়। এদিন ছাত্রছাত্রীরা কালো ব্যাজ পরে মৌন প্রতিবাদ জানায়।

এসআরএফটিআইয়ের চত্বরের মধ্যেই বিভিন্ন জায়গায় কার্টুন এবং ব্যাঙ্গাত্মক পোস্টারও টাঙানো হয়।

প্রতিবাদের সময় রাজ্য মন্ত্রিসভার অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন এসআরএফটিআই ক্যাম্পাসে।

পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী অরূপ বিশ্বাস ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে যান। কিন্তু ছাত্রছাত্রীরা মন্ত্রীকে জানিয়ে দেয়, কোনওরকম আলোচনায় বসতে তারা আগ্রহী নয়।

বাংলাদেশ সময়: ৩০১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।