ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মন্ত্রী মনোজ চক্রবর্তীর পদত্যাগের আর্জি মঞ্জুর কংগ্রেস হাইকমান্ডের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২
মন্ত্রী মনোজ চক্রবর্তীর পদত্যাগের আর্জি মঞ্জুর কংগ্রেস হাইকমান্ডের

কলকাতা : বিক্ষুব্ধ মন্ত্রী মনোজ চক্রবর্তীর রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের আর্জি মঞ্জুর করল কংগ্রেস হাইকমান্ড। শুক্রবার এই বিষয়ে হাইকমান্ডের সিদ্ধান্ত জানানো হয়েছে।



অন্যদিকে কংগ্রেস সূত্রে জানা গেছে, খুব দ্রুতই মনোজ চক্রবর্তী তার পদত্যাগপত্র রাজ্যপালের কাছে পাঠিয়ে দেবেন।

এর ফলে রাজ্য রাজনীতিতে কংগ্রেস-তৃণমূলের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল তার অবসান ঘটাতে কংগ্রেস হাইকমান্ড সচেষ্ট হলো বলে রাজনৈতিক মহলের ধারণা।

উল্লেখ্য, গত সোমবার রাজ্য মন্ত্রিসভার রদবদলের পর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরুদ্ধে তোপ দাগেন মন্ত্রীসভার সদস্য মনোজ চক্রবর্তী। মন্ত্রক বদলের আগে তার সঙ্গে কোনো আলোচনা না করায় মুখ্যমন্ত্রীকে প্রতিহিংসা পরায়ণ বলে অভিযোগ করেন। সেদিনই তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন।

হাইকমান্ডের কাছ থেকে এই বিষয়ে আবেদন জানানোর পর এদিনই তার আর্জিতে সিলমোহর দিলো হাইকমান্ড।

এদিকে, তার এই আর্জি মঞ্জুর হওয়ায় হাইকমান্ডকে ধন্যবাদ জানান মনোজ চক্রবর্তী।

এদিন তিনি সংবাদ মাধ্যমে বলেন, হাইকমান্ড তার সিদ্ধান্ত মেনে নেওয়ায় দল ও তার সম্মান রক্ষা হলো। এখন থেকে বিধায়ক হিসেবে দলের অনুগত হয়ে কাজ করে যাব।

বাংলাদেশ সময় : ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।