ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলার অগ্নিনির্বাপণে দমকলের অসন্তুষ্টি

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হতে আর মাত্র পাঁচ দিন বাকি। কিন্তু এখনও মেলার জন্য মিলল না দমকলের ছাড়পত্র।



শুক্রবার দমকলের আধিকারিকরা কলকাতার ইস্টার্ন বাইপাসের ধারে মিলনমেলা প্রাঙ্গণে মেলার প্রস্তুতি ঘুরে দেখে অসন্তোষ প্রকাশ করেন। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় সন্তুষ্ট না হয়ে মেলা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন দমকলের আধিকারিকরা।

বৈঠক সুত্রে জানা গেছে, মেলার জন্য তৈরি ৩ নং গেটের পাশেই অডিটোরিয়াম নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে । ওই অডিটোরিয়াম থাকার কারণে মেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখান দিয়ে বের হওয়া অসুবিধাজনক বলে মেলা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দমকলের পক্ষ থেকে ওই অডিটোরিয়ামটা সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

তাছাড়া আরও কয়েকটি বিষয়ে বইমেলার উদ্যোক্তা গিল্ডকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, কবে মেলা কর্তৃপক্ষ দমকলের কাছ থেকে মেলার ছাড়পত্র পাই।

এদিকে, ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিনোদন কর বাকি রয়েছে বইমেলার। কলকাতা পৌরসভার বকেয়া অঙ্ক ১৫ লাখ ৬১ হাজার রুপি। এর মধ্যে একমাত্র ২০০৮ সালে বইমেলার বিনোদন কর মওকুফ করেছিল পুরসভা। এবছরও কর মওকুফের অনুরোধ জানায় গিল্ড। তবে পুরসভার মেয়র পারিষদের বৈঠকে ঠিক হয়েছে এবছর কর মকুবের প্রশ্ন নেই।

মেয়র পারিষদ ফারজানা চৌধুরী বলেছেন, পৌরসভার এমনিতেই ‘ভাঁড়ে মা ভবানী’ অবস্থা। এই অবস্থায় বিনোদন কর মওকুফ করা সম্ভব নয়। বইমেলা করে কোটি কোট টাকার ব্যবসা করছে গিল্ড। কাজেই কর মওকুফের কোনও প্রশ্নই নেই।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।