ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ‘শিক্ষার হাব’ তৈরি করতে মমতার আহ্বান

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

কলকাতা: রাজ্যের পঠনপাঠনের উন্নতির লক্ষে ‘শিক্ষার হাব’ গড়ে তোলার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার কলকাতার ঐতিহ্যবাহি সেন্ট জেভিয়ার্স কলেজের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।



এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এই কলেজ যেদিন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হবে সেদিন আমি দারুণ খুশি হব। ’

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, ‘কখনও না বলার অভ্যাস করবে না। আরেকবার চেষ্ট করে দেখ পার কি না। ’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘রাজ্যে শিক্ষার হাব তৈরি করতে হবে। শিক্ষা ছাড়া কিছুই এগোবে না। বিবেকানন্দের কথা স্মরণ কর, তোমাদের মধ্যে ক্ষমতা আছে। এই কলেজে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও নাম করেছে। সেন্ট জেভির্য়াসের পারফরমেন্স অত্যন্ত ভালো। এই কলেজকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে হবে। জঙ্গলমহল, দার্জিলিংয়ে সেন্টার তৈরি করতে হবে। ’

ফাদার জমির দাবি জানিয়েছেন উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিষয়টি তিনি দেখছেন। রাজ্যে শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য আমরা কিছু কলেজকে প্রমোট করব যাতে তারা এগিয়ে যেতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।