ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নারী সরকারি কর্মীদের ২ বছর সবেতন মাতৃত্বকালীন ছুটি ঘোষণা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১২

কলকাতা: পশ্চিমবঙ্গের নারী সরকারি কর্মীদের ২ বছরের মাতৃত্বকালীন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি।



এতোদিন সরকারি কর্মক্ষেত্রে অন্তঃসত্বা নারীদের বেতনসহ তিন মাস ছুটি দেওয়া হতো, তা বহাল থাকবে। সেই সঙ্গে ২ বছরের মাতৃকালীন ছুটিও ঘোষণা করা হল।

এ সিদ্ধান্তে সমস্যা হতে পারে নারীকর্মী নির্ভর প্রতিষ্ঠানগুলোতেই এমনটা মনে করছে কলকাতার রাজনৈতিক মহল। তাদের মতে, একসঙ্গে কোনো একটি বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজে ৩ থেকে ৪ জন শিক্ষিকা মাতৃকালীন ছুটি নিলে যে পরিস্থিতির সৃষ্টি হবে তারও স্পষ্ট দিকনির্দেশ করে দিক রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘন্টা, জানুয়ারি ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।