ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মনিপুরে বিধানসভা প্রচারে যাচ্ছেন মমতা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২
মনিপুরে বিধানসভা প্রচারে যাচ্ছেন মমতা

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনিপুরে বিধানসভা নির্বাচনী প্রচারের জন্য ২৫ শে জানুয়ারি যাবেন।

ওই দিন রাজধানী ইম্ফলে তিনি একটি জনসভায় ভাষণ দেবেন।

সেখানে ৭টি আসনের জন্য ৪৭জন প্রার্থী দিয়েছে তৃণমূল। ২৮শে জানুয়ারি সেখানে ভোট হবে।

অন্য দিকে উত্তর প্রদেশের বিধানসভায় তৃণমূল জনতা দল ইউনাইটেডের (জেডিইউ ) সঙ্গে আসন সমঝোতা করে লড়বে বলে জানান সুলতান আহমেদ।

তবে তারা জোট করে লড়বেন না। নীতিশকুমারের সঙ্গে তিনি কথা বলেছেন। দিল্লিতে তারা কংগ্রেসের সঙ্গে থাকলেও উত্তরপ্রদেশে একসঙ্গে থাকছেন না। কংগ্রেসকে চাপে রাখতেই তৃণমূল এই পদক্ষেপ নিয়েছে বলে রাজনৈতিক মহল ধারণা করছে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘন্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।