ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নরওয়ে আটক দু’সন্তান ফেরাতে রাষ্ট্রপতির দ্বারস্থ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২
নরওয়ে আটক দু’সন্তান ফেরাতে রাষ্ট্রপতির দ্বারস্থ

নয়াদিল্লি : নরওয়েতে কলকাতার এক বাঙালি দম্পতির সন্তান আটকে রাখার ঘটনায় এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন সিপিএম’র পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। ওই বাঙালি দম্পতির পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েই শনিবার রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের সঙ্গে দেখা করেন কারাত।



রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আটক দুই শিশুর দিদিমা শিখা চক্রবর্তী জানান, এই ঘটনা কিডন্যাপেরই সামিল। বাচ্চা দুটিকে মুক্তির বিষয়ে ভারত সরকারের সঙ্গে কোনোরকম সহায়তা করছে না নরওয়ে সরকার।

শিশু দুটিকে মুক্তির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন বলেও জানান শিখা দেবী।

এরআগে শিশু দুটির মুক্তির জন্য অনাবাসী ভারতীয় বিষয়ক মন্ত্রী ভায়লার রবির সঙ্গে দেখা করেছিলেন কারাত। মন্ত্রী আশ্বাস দিলেও এখনও ২ সন্তানকে তাদের বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া হয়নি বলেই রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করা হয়েছে বলে জানান কারাত।

উল্লেখ্য, গত বছর মে মাসে নরওয়েতে কর্মরত বাঙালি দম্পতি অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ৩ বছরের পুত্র অভিজ্ঞান ও ১ বছরের কন্যা ঐশ্বর্যকে কার্যত আটক করে নরওয়ে চাইল্ড কেয়ার এজেন্সি।

আটক করার কারণ হিসেবে ওই এজেন্সি জানায়, নিজেদের সন্তানকে ঠিকভাবে প্রতিপালন করছেন না তাদের বাবা-মা। এরপর শিশু দুটিকে মুক্তি দেওয়ার জন্য নরওয়ে সরকারকে চিঠি দেয় ভারত সরকার।

ভারত সরকারের চিঠি পেয়ে নরওয়ে সরকার উদ্যোগী হলেও বাঁধা দেয় চাইল্ড কেয়ার এজেন্সি। ভারতীয় দূতাবাসের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর নরওয়ে সরকারের তরফে শিশুদের ছাড়ার ব্যাপারে ৫টি শর্ত দেওয়া হয়।

সেই শর্ত অনুযায়ী নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে চাইল্ডকেয়ার এজেন্সির দফতরে যান ভূ-বিজ্ঞানী অনুরূপ ভট্টাচার্য। সেখানে তাকে নিজের এবং দুই সন্তান-অভিজ্ঞান ও ঐশ্বর্য্যর পাসপোর্ট জমা দিতে বলা হয়।

আগামী ১১ মার্চ অনুরূপ এর ভিসার মেয়াদ শেষ হচ্ছে। তাই চাইল্ডকেয়ার এজেন্সি অনুরূপবাবুকে তার দুই সন্তানের ভিসার মেয়াদ বাড়াতে বলে।

অনুরূপ-এর অভিযোগ, তিনি ভারতে ফিরতে চাইলেও, এরপর এজেন্সিটি তাকে পাসপোর্ট জমা রাখার জন্য জোর করছে। এখানেই শেষ নয়, এজেন্সিটি হুমকি দিয়ে বলে, অনুরূপ  তার সন্তানদের ভিসার মেয়াদ না বাড়ালে তারা নিজেরাই সেই উদ্যোগ নেবে। সেক্ষেত্রে অভিজ্ঞান এবং ঐশ্বর্য্য সাবালক না হওয়া পর্যন্ত তাদের দায়িত্বেই রাখবে।

অনুরূপ এর আইনজীবীর দাবি, অভিজ্ঞান  ও ঐশ্বর্য্য ভারতীয় নাগরিক। মানবিক কারণে তাদের ভারতে ফিরতে দেওয়া উচিত। তবে সেই দাবিকেও নাকচ করে দিয়েছে নরওয়ের এই চাইল্ডকেয়ার এজেন্সি।

নরওয়ের স্ট্যভেঞ্জারে অনুরূপ এর বাড়িতে গিয়ে বাঙালি দম্পতির সঙ্গে দেখা করেন অসলোর ভারতীয় দূতাবাসের মুখ্য সচিব পি বালাচরণ।

তিনি আশ্বাস দেন, শিশু দুটিকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি এজেন্সিটির কাছে সওয়াল করবেন। অনুরূপ বাবু ইতোমধ্যেই পি বালাচরণের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্বারস্থ হয়েছেন ইউনিসেফেরও। প্রায় ৯ মাস কাটতে চলল। কোনো লাভ হয়নি। ভিনদেশে আটক সন্তানদের দ্রুত ফিরে পাওয়ার আশাতেই দিন গুনছেন অনরূপ ও সাগরিকা দেবী।

বাংলাদেশি সময় : ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।