ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উদযাপিত হচ্ছে নেতাজির জন্মদিন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১২
উদযাপিত হচ্ছে নেতাজির জন্মদিন

কলকাতা: নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১১৬তম জন্মদিবস  সোমবার। ভারত জুড়ে পূর্ণ মর্যাদার সঙ্গে উদযাপিত হচ্ছে এ দিনটি।



কলকাতার রেড রোডে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ জানুয়ারির পরিবর্তে ২১ জানুয়ারি মহাকরণে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন ঘিরে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ রাজ্যের বিরোধী নেতৃবর্গ।

বিমান বসুর দাবি, নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির তরফে দুপুর সোয়া বারোটায় ময়দানে নেতাজির মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়েছে বলে তাঁর অভিযোগ।

জন্মজয়ন্তী উদযাপন কমিটি নির্দিষ্ট সময়েই নেতাজি মূর্তির কাছে যাবেন বলে বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়েছেন। ২৩ জানুয়ারি রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে সরকারি অনুষ্ঠানে তাদের যেভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফরওয়ার্ড ব্লক নেতা হাফিজ আলি সৈরানি।

অন্যদিকে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক অশোক ঘোষ রেড রোডে নেতাজির  মূর্তিতে মাল্যদানের আবেদন নিয়ে রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘন্টা. জানুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।