ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামে ১৮৫৫ জঙ্গির অস্ত্রসমর্পণ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২
আসামে ১৮৫৫ জঙ্গির অস্ত্রসমর্পণ

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের উপস্থিতিতে মঙ্গলবার আসাম সরকারের কাছে রাজ্যের সক্রিয় গোটা দশেক জঙ্গি সংগঠনের ১হাজার ৮৫৫ জন কট্টর জঙ্গি আত্মসমর্পণ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, রাজ্য পুলিশের ডিজি জয়ন্ত নারায়ণ চৌধুরী, ভারতীয় সেনা বাহিনীর ৩ এবং ৪ নং কোরের জিওসিসহ শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।



উলফা এবং এনডিএফবি-র একটি গোষ্ঠী অস্ত্র ছেড়ে শান্তি আলোচনায় অংশগ্রহণের পর এদিনের অস্ত্রসমর্পণ অনুষ্ঠান ব্রহ্মপুত্র উপত্যকায় শান্তি ফেরানোর পথে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

রাজধানী গৌহাটিতে আয়োজিত সরকারি আত্মসমর্পণ-মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চিদাম্বরম অসমের জঙ্গি নেতাদের এই `ফেয়ারওয়েল টু আর্মস`-কে স্বাগত জানিয়ে বলেন, হিংসাদীর্ণ উত্তর-পূর্ব ভারতে স্থায়ী শান্তির পথ প্রশস্ত করার ক্ষেত্রে এ ঘটনা একটি মাইলস্টোন হিসেবে চিহ্নিত থাকবে।

অস্ত্র সমর্পণকারী জঙ্গিদের অসম এবং কেন্দ্রীয় সরকারের তরফে দেশের অন্যান্য নাগরিকদের সমান মর্যাদা দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার অস্ত্রসমর্পণ করে মূলস্রোতে সামিল হওয়া জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে ৫টি আদিবাসী সংগঠন-আদিবাসী পিপলস আর্মি, অল আদিবাসী ন্যাশনাল লিবারেশন আর্মি, সাঁওতাল ট্রাইবাল ফোর্স, বীরসা কম্যান্ডো ফোর্স, আদিবাসী কোবরা মিলিটারি অফ অসম।

এছাড়াও উত্তর-পূর্ব ভারতের জনজাতি গোষ্ঠীগুলির পৃথক জাতিসত্ত্বার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসা কুকি লিবারেশন আর্মি, কুকি লিবারেশন অর্গানাইজেশন, হমর পিপল`স কনভেনশন, ইউনাইটেড কুকিগাম ডিফেন্স আর্মি, কুকি রেভলিউশনারি আর্মি-র মতো সংগঠনের জঙ্গিরাও রয়েছে এই তালিকায়।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।