ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সরকারি পরিবহনে বেতন বন্ধ হওয়ায় খালাসির আত্মহত্যা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

কলকাতা : পরিবহনে আর ভর্তুকি নয়। এবার থেকে স্বাবলম্বী হতে হবে দফতরকে।

এমনই কথা মঙ্গলবার জানিয়ে দিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী মদন মিত্র।

আর একথার প্রতিক্রিয়ায় পাঁচ মাস ধরে বেতন না পাওয়া সরকারি বাসের একজন খালাসি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে হাওড়া ঘাসবাগান ডিপোতে এই ঘটনা ঘটেছে। ওই কর্মীর নাম বিক্রম সিং।

পরিবহণ সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে পরিবহন মন্ত্রীর অভিযোগ, সরকারের বেতন নিলেও সরকারি সংস্থায় কাজের পরিবর্তে তাঁরা দলীয় কার্যালয় বা নেতাদের বাড়িতে কাজ করেন। ফলে পাঁচটি রাষ্টায়ত্ত্ব সংস্থায় কর্মীদের জীবন এখন চরম অনিশ্চয়তায়তার মধ্যে রয়েছে।

বিক্রম সিংয়ের সহকর্মীরা জানান, কিছুদিন ধরে তার খাবার জুটছিল না। ছোট একটি মেয়ে রয়েছে। ফলে পারিবারিক অশান্তি চলছিল।

এভাবে আর কত কর্মী আত্মহত্যার দিকে এগিয়ে যাবে প্রশ্ন অনেকেরই।

রাজ্যের সাবেক পরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আত্মহত্যা প্রতিবাদের পথ নয়। একজোট হয়ে আন্দোলন করতে হবে।

বাংলাদেশ সময় : ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।