ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভেলিয়নের উদ্বোধন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

কলকাতা: ৩৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা গত বুধবার শুরু হলেও প্যাভেলিয়ানের কাজ সম্পূর্ণ ও সীমান্ত থেকে সময়মতো বই না আসায় একদিন পর বৃহস্পতিবার বাংলাদেশ প্যাভেলিয়ানের উদ্বোধন হয়েছে।

এদিন দপুর ১টায় প্যাভেলিয়নিটির ফিতা কেটে উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার মোস্তাফিজুর রহমান।

তার সঙ্গে ছিলেন শিল্পকলা একাডেমীর পরিচালক আফরোজা পারভিন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবু হেনা নজরুল ইনস্টিউটের উপ সচিব মঈনউদ্দিন আহমেদ, জাতীয় গ্রন্থ কেন্দ্রের রেজাউল করিম প্রমুখ।

এবারের বইমেলায় সাড়ে ৩ হাজার স্কয়ার ফুটের যায়গা নিয়ে বাংলাদেশ প্যাভেলিয়ন ঢাকা সিটি করপোরেশনের নগর ভবনের আদলে নির্মিত হয়েছে। বাংলাদেশে থেকে বেসরকারি ২২টি প্রকাশনা সংস্থা এবার অংশ নিচ্ছে। থাকছে বাংলা একাডেমীসহ ৬টি সরকারি সংস্থা।

এবারও বইমেলায় উদযাপিত হবে বাংলাদেশ দিবস। ৪ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ইউবিআই অডিটোরিয়ামে বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে ‘বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে গ্রন্থ: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেবেন অধ্যাপক অজয় রায়, ঐতিহাসিক মুনতাসির মামুন ও প্রযুক্তিবিদ মোস্তাফা কামাল।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।