ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘভাতা দিল রাজ্য সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

আগরতলা (ত্রিপুরা):  সরকারি শিক্ষক কর্মচারীদের জন্য আরও তিন শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করল রাজ্য সরকার। ১ জানুয়ারি ২০১২ থেকে এই মহার্ঘভাতা পাবেন তারা।

এর ফলে রাজ্য কর্মচারীদের মহার্ঘভাতা বেড়ে দাঁড়ালো ৩০ শতাংশ।

মুখ্যমন্ত্রী মানিক সরকার এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা বৈঠকে এ সিধান্ত নেওয়া হয়েছে।
কর্মচারীদের আতিরিক্ত ৩ শতাংশ হারে মহার্ঘভাতা দিতে রাজ্য সরকারকে প্রতি মাসে অতিরিক্ত প্রায় ৮৯ কোটি টাকা খরচ করতে হবে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য কর্মচারীদের সাথে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘভাতার পার্থক্য এখন কমে দাঁড়াবে ২৮ শতাংশ। যদিও রাজ্য সরকার চায় এই পার্থক্য দ্রুত কমিয়ে আনতে। কিন্তু রাজ্যের আর্থিক পরিস্থিতির কারণে তা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, কেন্দ্রীয় সরকার আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। এতে আমাদের অসুবিধা হচ্ছে কর্মচারীদের সমস্ত পাওনা মিতিয়ে দিতে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।