ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের পদ্ম সম্মাননা ২০১২: পশ্চিমবঙ্গ থেকে পেলেন ৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১২

নয়াদিল্লি : ‘পদ্ম সম্মাননা ২০১২’ নামের তালিকা প্রকাশ করল ভারত সরকার। এ বছর পশ্চিমবঙ্গ থেকে পাঁচজন এই সম্মাননা পাচ্ছেন।



বুধবারই ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ১০৯ জনের তালিকায় অনুমোদন দেন। মোট ১৪টি বিভাগ থেকে বেছে নেওয়া হয়েছে কৃতিদের। এর মধ্যে বিদেশিরাও রয়েছেন।

এবারে পদ্মবিভূষণ পাচ্ছেন পাঁচ জন। এছাড়া ২৭ জন পদ্মভূষণ ও ৭৭ জন পদ্মশ্রী রয়েছেন। এবারে পুরস্কারের তালিকায় রয়েছেন ১৯ জন মহিলা। বৃহস্পতিবার প্রজাতন্ত্র দিবসে আনুষ্ঠানিকভাবে প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়।
ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান হল পদ্ম সম্মানা। পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই তিন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। প্রধানত বিজ্ঞান, ব্যবসা, ইঞ্জিনিয়ার, মেডিসিন, সাহিত্য, শিল্প, শিক্ষা, ক্রীড়া, সিভিল সার্ভিস প্রভৃতি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পদ্ম সম্মান দেওয়া হয়ে থাকে।

এ বছর পশ্চিমবঙ্গ থেকে পদ্মবিভূষণ পাচ্ছেন কে জি সুব্রহ্মনিয়ম। চিত্রশিল্পী ও ভাস্কর্যে এই পুরস্কার পাচ্ছেন তিনি। এছাড়া এই রাজ্য থেকে পদ্মভূষণ পাচ্ছেন শ্রী খালেদ চৌধুরী (থিয়েটার) ও পণ্ডিত বুদ্ধদেব দাস গুপ্ত (সরোদ)। সিভিল সার্ভিস থেকে পাচ্ছেন শ্রী রণেন সেন। ক্রীড়া জগৎ থেকে পদ্মশ্রী পাচ্ছেন নারী ক্রিকেটার ঝুলন গোস্বামী।

বাংলাদেশ সময় : ০০৩৯ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।