ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের পরিবহনকর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার ঘোষণা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২
রাজ্যের পরিবহনকর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার ঘোষণা মমতার

কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবহন কর্মীদের ৬ মাসের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার রাজ্য পরিবহণ নিয়ে এক জরুরী বৈঠকের পরে মহাকরণে এই ঘোষণা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তবে তাদের আগামী ৬ মাসের মধ্যে আলোচনায় বসে নতুন পথ বার করে ঘুরে দাঁড়াতে হবে।

১৫ দিনের মধ্যে অ্যাকশন প্ল্যান জমা দিতে হবে। তাতে দেখাতে হবে কিভাবে ব্যয় কমিয়ে আয় বাড়ানো যায়। পরিবহণে অনুমতি ছাড়া কোন নতুন নিয়োগ করা যাবে না।

তিনি আরও বলেন, বিজ্ঞাপন বাড়াতে হবে। কর্মী ছাটাই হবে না। বিলগ্নিকরণ তিনি চান না। রাজ্যের ৫টি সরকারি পরিবহণ সংস্থাকে ৩টিতে সংযুক্ত করা হবে। বাকিদের কর্পোরেট হাউসের সঙ্গে যুক্ত করা হবে। কর্মীদের এ, বি, সি, ডি ক্যাটাগরি করা হবে।

এদিন তিনি আরও বলেন, মেডিক্যেল বোর্ড কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের কর্মক্ষমতার সার্টিফিকেট দেবে। যোগ্য ব্যক্তিকে ব্যবহার করতে হবে। বাসের ভাড়া এখন বাড়ছে না।

ভারতীয় সময়: ০০৪০ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।