ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রোববার থেকে সিপিআই (এম) রাজ্য সম্মেলন ত্রিপুরায়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : রোববার থেকে শুরু হতে যাচ্ছে সিপিআই (এম) ২০তম ত্রিপুরা রাজ্য সম্মেলন। রাজ্যে সপ্তম বামফ্রন্ট সরকার গঠন এবং পার্টি সদস্যদের গুনমান বৃদ্ধিই এবারের সম্মেলনের মূল স্লোগান।



রোববার দুপুরে আস্তাবল ময়দানে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে সম্মেলনের কাজ। সমাবেশে বক্তব্য রাখবেন পার্টির সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী পলিটব্যুরো সদস্য মানিক সরকার। এরপর স্থানীয় টাউন হলে হবে অধিবেশনের কাজ। সম্মেলন চলবে টানা চার দিন।

এবারের সম্মেলনে সারা রাজ্য থেকে ৫১২ জন প্রতিনিধি অংশ নেবেন। তাছাড়া পার্টির পলিটব্যুরো অন্য সদস্য সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত প্রমুখ উপস্থিত থাকবেন।

সম্মেলনকে কেন্দ্র করে লাল সাজে সেজে উঠেছে সারা রাজ্য। হচ্ছে বহু সংখ্যায় প্রচার অভিযান।
এক গুরুত্বপূর্ণ সময়ে ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টি তার সম্মেলন করতে যাচ্ছে। যখন সারা দেশেই তার প্রভাব কমেছে। গুরুত্বপূর্ণ দু’টি রাজ্য থেকে সিপিএম ক্ষমতা হারিয়েছে। এক মাত্র ত্রিপুরাতেই টিকে আছে সিপিএমের সরকার। আগামী বছর এখানেও নির্বাচন। ফলে দেশের মধ্যে নিজেদের টিকিয়ে রাখার লড়াই লড়তে হচ্ছে কমিউনিস্টদের। সেখানে ত্রিপুরা গুরুত্বপূর্ণ। সম্মেলনের মধ্য দিয়ে দলীয় স্তরে নিজেদের ত্রুটি দুর্বলতা কাটিয়ে উঠতে চাইছে সিপিএম। যাতে আগামী নির্বাচনে জয়ের রাস্তায় ফিরতে পারে।

বাংলাদেশ সময় : ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।