ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বিসি রায়ে হাসপাতালে শিশু মৃত্যু বেড়ে ৮

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

কলকাতা: শিশুমৃত্যু অব্যাহত রয়েছে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে। সোমাবার আরও তিনটি শিশুর মৃত্যু হল ওই হাসপাতালে।

 

গত রোববার পাঁচটি শিশু মারা যায়। রোববার থেকে এখনও পর্যন্ত বিসি রায় হাসপাতালে মোট ৮টি শিশুর মৃত্যু হল।
এদিকে এই মৃত্যুকে ঘিরে অশান্তি ঠেকাতে হাসপাতাল চত্বরে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

রোববার একটি মৃত শিশুর মাকে হেনস্থার অভিযোগও ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ওই দিন সন্ধ্যায়. নবদ্বীপের বাসিন্দা ৫ মাসের সৌমিক হালদারের মৃত্যুর পর উত্তেজনা চরমে ওঠে।

সৌমিক হালদারের মা সুনীতা হালদারের সঙ্গে কর্তব্যরত নার্সকে অক্সিজেন দিতে বললে তার সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে নিরাপত্তারক্ষী দিয়ে ঠেলতে ঠেলতে সুনীতাদেবীকে বের করে দেওয়া হয়। এরপরই শিশুটির মৃত্যু হয়।
চিকিৎসায় গাফিলতি এবং নার্সের দুর্ব্যবহারের অভিযোগে শুরু হয় বিক্ষোভ। নারকেলডাঙা মেন রোড অবরোধ করেন মৃত শিশুর আত্মীয় এবং অন্য শিশুদের পরিবারের লোকজন।
 
কিছুক্ষণ পর অবরোধ উঠে গেলেও, অভিযুক্ত নার্সের শাস্তির দাবিতে বিক্ষোভ চলতে থাকে। রোববার ৫ শিশু মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য দফতরকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বিসি রায় হাসপাতালকে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।