ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কৃষকের আত্মহত্যা নিয়ে রাজ্যের পাশে দাঁড়লেন রাজ্যপাল এমকে নারায়ণ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

কলকাতা : কৃষক আত্মহত্যা নিয়ে নিজের অবস্থান থেকে অনেকটাই সরে এলেন রাজ্যপাল এম কে নারায়ণ।

মহাত্মা গান্ধীর ৬৫তম প্রয়াণ দিবসে সোমবার ব্যারাকপুর গান্ধীঘাটে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর রাজ্যপাল জানান, কৃষক আত্মহত্যা রুখতে রাজ্য সরকার সঠিক ব্যবস্থা নিচ্ছে।



তিনি জানান, এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যথাপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগে রাজ্যপাল কৃষক মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, কৃষক আত্মহত্যা রুখতে রাজ্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

যদিও রাজ্য সরকারের তরফে জানানো হয়, বিরোধীরা এই নিয়ে সরব হলেও এ পর্যন্ত মাত্র একজন কৃষক অভাবের তাড়নায় আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ সময় : ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।