ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ফের আত্মঘাতী হলেন পরিবহনের কর্মী

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

কলকাতা: ফের আত্মঘাতী হলেন পশ্চিমবঙ্গ সরকারের সংস্থা কলকাতা রাষ্ট্রীয় পরিবহন কর্পোরেশনের (সিএসটিসি) এক পরিবহন কর্মী।

সোমবার সকালে তিনি নিজের বাড়ির ছাঁদ থেকে ঝাপ দেন।

মৃত ব্যক্তির নাম বিজয় চন্দ্র দে।

তিনি দক্ষিণ কলকাতার নেতাজিনগরের বাসিন্দা ছিলেন। লেক ডিপোর সিএসটিসির কর্মী ছিলেন।
তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে তিনি অনিয়মিত বেতন পাচ্ছিলেন। অনেকদিন অফিসেও যান নি।

এদিকে, এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তার লাশটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। পুরো ঘটনাটি পুলিশ তদন্ত করছে।

উল্লেখ্য, সম্প্রতি হাওড়ায় কলকাতা ট্রাম কর্পোরেশনের ডিপোর কর্মী বিক্রম সিং সর্দার বেতন না পেয়ে আত্মঘাতি হন। ঠিক তার আগের দিন রাতে পরিবহন মন্ত্রী মদন মিত্রের জানান, তিনি পরিবহন দফতরকে কোনো রকম ভর্তুকি দেবেন না। তাদের নিজেদের ব্যবসা নিজেদের করতে হবে। এরপরেই তিনি আত্মঘাতী হন।

পরদিন পরিবহন মন্ত্রী জানান, আগামী ৬ মাস পর্যন্ত পরিবহন কর্মীদের বকেয়া দিয়ে দেওয়া হবে। তবে এর মধ্যে তাদের ব্যবসা লাভের মুখ যাতে দেখতে পারেন তার ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।