ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আইলা বিধ্বস্তদের জন্য ২ রুপি কেজি দরে চালের ঘোষণা মমতার

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১২

কলকাতা: সুন্দরবনে দু’দিনের সফরে এসে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইলা বিধ্বস্ত পরিবারগুলোর জন্য ২ রুপি কেজি দরে চাল দেবার ঘোষণা দিলেন।

তিনি ঘোষণা করেন, আইলা বিধ্বস্ত এলাকায় ১৫ হাজার পরিবারকে ৬ মাসের জন্য ২ রুপি কেজি দরে চাল দেওয়া হবে।

গোসাবার জনসভায় মুখ্যমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ২০০৯ সালে আইলা হয়। তথাপি বাঁধ নির্মাণের কাজ শুরু হয়নি। টাকা এসে ফিরে যেতে বসেছে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আগের সরকারের পাপের (ঋণের) বোঝা বহন করছি আমরা। ৩৪ বছরে কোনো কাজ হয়নি। আমরা ৮ মাসে যা কাজ করেছি, সিপিএম ৮০০ বছরেও তা করতে পারবে না। ’

তিনি বলেন, ‘প্রত্যেককে ৩ কাঠা করে জমি দেওয়া হবে বাসস্থানের জন্য। ক্লাবগুলোকে ২৫ হাজার রুপি করে দিয়েছি। আগামী দিন ক্লাবগুলোকে আরও সাহায্য দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য। ’

মুখ্যমন্ত্রী বলেন, যাদের জমি আছে, তারা কৃষাণ ক্রেডিট কার্ড করবেন। তারা ৫০ হাজার রুপি লোন পাবেন ৩ শতাংশ সুদে। এই ক্রেডিট কার্ড ও কিষাণ বিমা করবেন। গঙ্গাসাগরে ২ বছরের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যাবে। হিঙ্গলগঞ্জ ব্লকে নদী ও বাঁধ ভাঙ্গন রোধে ১০০ কোটি রুপি খরচ করা হবে। ৪৫০টি টিউবয়েল দেওয়া হবে এলাকায়।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘন্টা,জানুয়ারি ৩১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।